ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লির সরকারি ভবন হায়দরাবাদ হাউসে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছেন। শুক্রবার তারা করমর্দন ও যৌথ ছবির পর বৈঠকে বসেন।
রাশিয়া ও ভারতের প্রতিনিধি দলও অংশগ্রহণ করেছেন আনুষ্ঠানিক আলোচনায়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিন নয়াদিল্লিতে পৌঁছান। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় চার বছর পর এটিই তাঁর প্রথম ভারত সফর। ‘পুরোনো বন্ধু’ হিসেবে পুতিনকে স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদি প্রটোকল ভেঙে বিমানবন্দরে উপস্থিত হন। সাধারণত বিদেশি নেতাদের অভ্যর্থনা জানান সিনিয়র ভারতীয় মন্ত্রীরা, তাই মোদির উপস্থিতি বিরল।
বিমান থেকে নেমে পুতিনকে লাল গালিচায় দাঁড়িয়ে আলিঙ্গন করেন মোদি। এরপর তিনি নিজের গাড়িতেই পুতিনকে সঙ্গে নিয়ে সরকারি বাসভবনের দিকে রওনা দেন।