ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ দুই শিক্ষককে একাডেমিক ও বিভাগীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। শিক্ষার্থীদের বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই দুই শিক্ষক হলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার এবং তানজিল ভূঞা।
রাবি কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশ এবং অন্যান্য প্রাসঙ্গিক অভিযোগের আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকরা একাডেমিক ও বিভাগীয় কার্যক্রমে অংশ নেবেন না।