ডিসেম্বর ৫, ২০২৫, ০৫:৩১ পিএম
ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে।
শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে সেখানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁদের আশা—কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বাংলাদেশে পৌঁছালে রোববার তাঁকে লন্ডনে নেওয়া সম্ভব হতে পারে।
তিনি আরও বলেন, গত এক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ চিকিৎসকেরা তাঁর চিকিৎসা করলেও উন্নততর সুবিধার প্রয়োজন হওয়ায় তাঁকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়াকে ছয় বছর কারাবন্দী রাখা হয়েছিল দাবি করে বিএনপির মহাসচিব বলেন, এর মধ্যে দুই বছর তাঁকে পুরোনো কারাগারের নির্জন কক্ষে রাখা হয়, যা থেকে তাঁর অসুস্থতার সূত্রপাত বলে অনেকের ধারণা। যথাযথ চিকিৎসার অভাবে অবস্থার অবনতি ঘটে। করোনা মহামারির সময় থেকে গত চার বছর তিনি গুরুতর অসুস্থ ছিলেন, এবং কয়েকদিন আগে তাঁর শারীরিক অবস্থার আবার অবনতি হয়।
দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।