ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:৪২ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন আরেকটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে। কয়েক ভাগে বিভক্ত জাতীয় পার্টির দুটি অংশের নেতৃত্বে এই জোটের নাম দেওয়া হয়েছে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ (এনডিএফ)। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল এই জোটে অন্তর্ভুক্ত হয়েছে।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট গঠনের ঘোষণা আসার পরদিনই এনডিএফ আত্মপ্রকাশ করল। সোমবার রাজধানীর গুলশান-১–এ একটি মিলনায়তনে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়।
জোটের ১৮ দলের মধ্যে ৬টি দলের নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন রয়েছে বলে জানান নেতারা।