ডিসেম্বর ৬, ২০২৫, ০২:২৫ পিএম
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ড্র শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
ড্র অনুযায়ী বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পড়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ‘সি’ গ্রুপে বিশ্বফুটবলের মহাশক্তি ব্রাজিল পড়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে। অন্যদিকে, দর্শকদের নজর কাড়েছে ‘এল’ গ্রুপ, যেখানে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়া, আফ্রিকার শক্তিশালী দল ঘানা ও পানামা।
ফ্রান্স ‘আই’ গ্রুপে সাদিও মানের সেনেগাল ও আর্লিং হলান্ডের নরওয়ের বিপক্ষে লড়বে। পর্তুগাল ‘কে’ গ্রুপে কলম্বিয়া ও উজবেকিস্তানের সঙ্গে খেলবে। জার্মানি ‘ই’ গ্রুপে ইকুয়েডর ও আইভরি কোস্টের মুখোমুখি হবে।
ড্র অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল শান্তি পুরস্কারের বিতরণ। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরস্কার গ্রহণ করেন এবং জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে সার্টিফিকেটও পেন করেন। ট্রাম্প বলেন, পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান, এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মান।

গ্রুপ লিস্ট:
ড্র অনুষ্ঠানে পট থেকে বল তুলেছেন তিনটি আয়োজক দেশের প্রধান—মার্ক কার্নি (কানাডা), ক্লদিয়া শেইনবাউম (মেক্সিকো) ও ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)। এছাড়া চার কিংবদন্তি খেলোয়াড়ও উপস্থিত ছিলেন।
এছাড়া, এখন পর্যন্ত ৪২ দেশ মূল পর্বে নিশ্চিত করেছে। বাকি ৬টি জায়গা ইউরোপীয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে পূরণ হবে। উদ্বোধনী ম্যাচ ২০২৬ সালের ১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে।