রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ০১:১১ পিএম

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা এক ত্রাণকর্মীর বরাতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আসন্ন নির্বাচনের আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনর্দখলে ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক জান্তা। তারই অংশ হিসেবে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়।

ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন অং পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। নিহতের সংখ্যা আরও বাড়বে।” তিনি আরও জানান, এতে আরও ৬৮ জন আহত হয়েছেন।

রাতে হাসপাতালের বাইরে সাদা কাপড়ে ঢাকা লাশগুলো সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি নিয়ে মন্তব্যের জন্য জান্তার মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে এএফপি।

রাখাইন রাজ্য বর্তমানে প্রায় পুরোপুরি আরাকান আর্মির (আআ) নিয়ন্ত্রণে। জাতিগত সংখ্যালঘু এই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীটি অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাতকারী সামরিক অভ্যুত্থানের অনেক আগ থেকেই সক্রিয়।

বুধবার রাতের এক বিবৃতিতে আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগ জানায়, রাত ৯টার দিকে বিমান হামলায় হাসপাতালে ভর্তি ১০ জন রোগী ঘটনাস্থলেই মারা যান।

Link copied!