কাতার নয়, খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে: দূতাবাস

ইউএনবি

ডিসেম্বর ৬, ২০২৫, ০১:০৩ এএম

কাতার নয়, খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে: দূতাবাস

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এর আগে কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিলো। তবে শেষ মুহূর্তে তা সম্ভব না হওয়ায় এখন কাতারের আমিরের সহযোগিতায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে।

শুক্রবার বিকালে ঢাকাস্থ কাতারের দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জার্মানি থেকে কাতারের সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্স আসছে।’

তবে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর সময় নিশ্চিত করেননি তিনি।

এয়ার অ্যাম্বুলেন্সটি কখন ব্যবহার করা হবে, এ সিদ্ধান্ত বিএনপির উপর নির্ভর করছে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

Link copied!