বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই: কৃষি উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:৩৩ পিএম

বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। তিনি জানান, বাজার স্বাভাবিক রাখতে সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “পেঁয়াজের কোনো সংকট নেই। তারপরও দাম বৃদ্ধি পাচ্ছে। পেঁয়াজের দাম বৃদ্ধিতে একটি চক্র কাজ করছে। এদের ধরার চেষ্টা করছে সরকার। কারসাজি করে ভোক্তা ও কৃষককে ঠকানো হচ্ছে।”

উপদেষ্টা আরও বলেন, “দাম হঠাৎ বেড়ে গেলে বাজারে স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দাম কিছুটা কমতে পারে।”

এর আগে শনিবার কৃষি মন্ত্রণালয় জানায়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আগামী ৭ ডিসেম্বর থেকে সীমিত পরিসরে আমদানির অনুমতি (আইপি) দেওয়া হবে। প্রতিদিন ৫০টি আইপি ইস্যু করা হবে, প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে। এছাড়া, ১ আগস্ট থেকে যারা রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছিলেন, তারা পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদন করতে পারবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পেঁয়াজের দাম কারসাজিতে কোনো কৃষি কর্মকর্তার যোগসাজশ থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় তিনি আরও বলেন, “সারের পর্যাপ্ত মজুত আছে, কোনো সংকট নেই। তবে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে খাদ্যদ্রব্যে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। তাই খাদ্যে কীটনাশক ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ কঠোর করতে হবে।”

Link copied!