বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ০২:০৬ পিএম

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি

ছবি : সংগৃহীত

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ৮টি ভারতীয় ট্রাকে করে বিস্ফোরক দ্রব্যের এই চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

বন্দর সূত্র জানায়, অত্যন্ত বিপজ্জনক শ্রেণিভুক্ত হওয়ায় বিস্ফোরক চালানটি বন্দরে পৌঁছানোর পর থেকেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 

আমদানিকৃত বিস্ফোরকগুলো দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রমে ব্যবহারের জন্য আনা হয়েছে।

বিস্ফোরকগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান হলো ‘মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড’ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের ‘সুপার শিভ শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড’।

বিপজ্জনক পণ্য হওয়ায় জনবহুল বন্দর এলাকায় বিস্ফোরক মজুত নিয়ে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। 

তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বিস্ফোরকের চালানটি বন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে কাস্টমস, বন্দর নিরাপত্তা বিভাগ, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

 অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

Link copied!