জানুয়ারি ১৮, ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত
চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি—সাড়ে ছয় মাসে মোংলা বন্দরে মোট ৭০ লাখ ৫০ হাজার মেট্রিক টন পণ্য আমদানি ও রফতানি হয়েছে। বন্দরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণ কার্যক্রমের ফলে পণ্য হ্যান্ডলিংয়ে রেকর্ড অগ্রগতি এসেছে বলে জানানো হয়েছে।
মোংলা বন্দরে বর্তমান সরকার ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে যাতে এটি একটি রিজিওনাল পোর্ট হিসেবে গড়ে ওঠে। এর অংশ হিসেবে অবকাঠামোগত উন্নয়ন, যন্ত্রপাতি আধুনিকায়ন এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে এ পর্যন্ত বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন, রিকন্ডিশন গাড়ি আমদানি, কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মোট ৪৭০টি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। এর মধ্যে ১৬টি গাড়িবাহী জাহাজ থেকে ৫ হাজার ৭৩৯টি রিকন্ডিশন গাড়ি খালাস করা হয়েছে। এছাড়া ৩০টি কন্টেইনার জাহাজের মাধ্যমে ১৯ হাজার ৮৬৯ টিইউজ (TEUs) কন্টেইনারে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সময়ের সঙ্গে সঙ্গে পণ্য হ্যান্ডলিং সক্ষমতা কয়েকগুণ বেড়ে যাওয়ায় আমদানি-রফতানি কার্যক্রম নিয়মিতভাবে সম্প্রসারিত হচ্ছে এবং জাহাজের সংখ্যাও বাড়ছে। বর্তমানে বাস্তবায়নাধীন ও পরিকল্পিত প্রকল্পগুলো সম্পন্ন হলে ভবিষ্যতে বছরে ১.৫ থেকে ২ কোটি মেট্রিক টন পণ্য খালাসের লক্ষ্য রয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে মোংলা বন্দরের অবদান আরও জোরদার হবে এবং আঞ্চলিক বাণিজ্যে এর গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পাবে।