শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৬:৪৫ পিএম

শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের

ছবি: বিসিবি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে।

সিরিজের প্রথম দুই ম্যাচ সমানে সমানে শেষ হওয়ার পর তৃতীয় ওয়ানডেতে মোহাম্মদ রাকিবুল হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ৫ উইকেটে জয় অর্জন করে। জয়ের সময় এখনও ৬৭ বল হাতে ছিল।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ১৮০ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটি মাত্র ১ রানে ভেঙে যায়। মোহাম্মদ নাঈম এলবিডব্লু হয়ে ফিরেন, প্রথম উইকেট হিসেবে। এরপর শেখ জারিফ সিয়াম ও কাওসার আহমেদ ৬৮ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়েন। কাওসার ৩০ রানে আউট হন মানিথা রাজাপক্ষে।

চতুর্থ স্থানে ব্যাটিংয়ে নামা আদ্রিতো ও সিয়াম তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ে। দুজনেই ফিফটি পূর্ণ করেন। এরপর আকাশ রায় ও আদ্রিতো ৫২ রানের পঞ্চম উইকেট জুটি গড়ে দলের জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

জয়ের জন্য যখন মাত্র ১৩ রান প্রয়োজন, তখন আউট হন আদ্রিতো। শেষ পর্যন্ত ৩৯তম ওভারের পঞ্চম বলে আকাশ রায় ৪ চারে ৫ উইকেটের জয় নিশ্চিত করেন।

ম্যাচসেরা হন আকাশ রায়, ১০ ওভারে ২১ রানে ৪ উইকেট নেন, যার মধ্যে ৩ ওভার মেডেন। টস জিতে আগে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল ৪৫.১ ওভারে ১৭৯ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল বীরারত্নে। আকাশ রায় ৪ উইকেট নেন, অন্যদের মধ্যে সিয়াম, মোহাম্মদ নুবায়েত আলম, আকাশ রয় ও রাকিবুল এক করে উইকেট পান।

Link copied!