২৪ ঘণ্টায় ২০০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:১৪ পিএম

২৪ ঘণ্টায় ২০০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২০০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যা এ বছর পর্যন্ত ডেঙ্গু থেকে হাসপাতালভর্তি রোগীর সংখ্যা ৯৯,৬৯৩-এ নিয়ে গেছে।

এ তথ্য আজ স্বাস্থ্য জরুরি কার্যক্রম কেন্দ্র ও ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) দ্বারা প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের বণ্টন নিম্নরূপ:

  • বরিশাল বিভাগ (সিটি কর্পোরেশন বাইরেই): ১৫ জন
  • চট্টগ্রাম বিভাগ (সিটি কর্পোরেশন বাইরেই): ৭৭ জন
  • ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশন বাইরেই): ৩২ জন
  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ২৪ জন
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ২৫ জন
  • ময়মনসিংহ বিভাগ: ২৭ জন

এ সময় কোনো ডেঙ্গু-সংক্রান্ত মৃত্যু ঘটেনি, ফলে এ বছর পর্যন্ত মৃত্যু সংখ্যা ৪০৪ রয়ে গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ২১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, যা এ বছর পর্যন্ত মোট ৯৭,৮৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Link copied!