ডিসেম্বর ৮, ২০২৫, ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে আছেন সাকিব আল হাসান। তবে জাতীয় দলের জার্সিতে আরেকবার মাঠে নামার আকাঙ্ক্ষা এখনো রয়ে গেছে এই তারকার মনে। দেশে ফিরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান তিনি। পাশাপাশি রাজনীতির ক্ষেত্রেও দেশের মানুষের সেবা করার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব।
গত বছরের সেপ্টেম্বরে ভারত সফরের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলে টেস্ট থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে না পারায় তা সম্ভব হয়নি। আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তাকে ঘিরে অনিশ্চয়তা বাড়তে থাকে।
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরার এমপি নির্বাচিত হওয়া সাকিব সরকারের পতনের পর জটিলতায় পড়েন। আন্দোলন দমাতে গুলির ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার একটিতে তিনিও আসামি হওয়ায় দেশে ফিরতে পারেননি।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে খেলা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব। রোববার প্রকাশিত ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে তিনি নিজের থমকে থাকা আন্তর্জাতিক ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন।
তিনি বলেন, “আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি। হয়তো রাজনীতির অংশ এখনও বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।”
আগেও বিভিন্ন সাক্ষাৎকারে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট থেকে আলাদা আলাদা সময়ে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেও কখনোই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। এবার তিনি স্পষ্ট জানালেন, তিন সংস্করণেই একসঙ্গে বিদায় নিতে চান।
নিজের পরিকল্পনা জানাতে গিয়ে সাকিব বলেন, “আনুষ্ঠানিকভাবে সব সংস্করণ থেকে অবসর নেইনি আমি। এই প্রথম এটি প্রকাশ করছি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে গিয়ে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেওয়া।”
তিনি আরও বলেন করেন, “আমি বলতে চাই, একটি সিরিজে সব সংস্করণ থেকে অবসর নিতে পারি। এটি টি-টোয়েন্টি দিয়ে শুরু করে ওয়ানডে ও টেস্ট, অথবা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-এভাবে হতে পারে। এর যেভাবেই হোক, আমি খুশি; কিন্তু আমি একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই। এটাই আমি চাই।”
বাংলাদেশে ফেরার বিষয়ে আশাবাদী সাকিব বলেছেন, “আমি আশাবাদী। এজন্যই আমি (টি-টোয়েন্টি লিগ) খেলছি। আমার মনে হয় এটা হবে।”
ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। তার ভাষায়—
“আমার মনে হয়, যখন একজন খেলোয়াড় কিছু বলে, তার কথায় অটল থাকার চেষ্টা করে। তারা সাধারণত হঠাৎ করে তা পরিবর্তন করে না। আমি ভালো খেলি কি-না, তা বিবেচ্য নয়। এরপর, আমি একটা খারাপ সিরিজও খেলতে পারি।”
“আমার মনে হয় এটাই যথেষ্ট। এটা ভক্তদের বিদায় জানানোর একটা ভালো উপায় যে, তারা সবসময় আমাকে সমর্থন করেছে, ঘরের মাঠে সিরিজ খেলে তাদের কিছু ফিরিয়ে দেওয়া।”