মোস্তাফিজুর রহমান | ছবি: সংগৃহীত
আইপিএল ইতিহাসে নিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপির ভিত্তিমূল্যের বিপরীতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে দলে ভিড়িয়েছে ৯ কোটি ২০ লাখ রুপিতে।
বিড শুরুর সময়ই মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি এবং আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিটি তাকে দলে নিতে মরিয়া ছিল।
কিন্তু শুরু থেকেই কেকেআর বিডে এগিয়ে যায়। চেন্নাইয়ের সঙ্গে টক্কর দিয়ে কলকাতা দলটি ক্রমে মুস্তাফিজের দামের সংখ্যা বাড়াতে থাকে। মাঝপথে দিল্লি ক্যাপিটালসও বিডে প্রবেশ করেছিল, তবে দাম ৪ কোটির ওপরে ওঠার পর তারা সরে যায়।
শেষ পর্যন্ত কেকেআর চেন্নাইকে ছাপিয়ে বাংলাদেশের এই তারকা পেসারকে দলে ভিড়িয়েছে রেকর্ড মূল্যে। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলে এমন উচ্চ মূল্য উঠেনি।