ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:০০ পিএম
ছবি কোলাজ: দ্য রিপোর্ট ডট লাইভ
সংগীতশিল্পী কণা ও নিশের কণ্ঠে নতুন গান ‘মেহেন্দি’-তে নাচতে দেখা গেছে বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহিকে। বাংলা গানের সুরে তাঁর নাচের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ পেলে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গানটির সুরকার ও সংগীত পরিচালক সানজয়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি’। ভিডিওতে হালকা ও প্রাণবন্ত মেজাজে ‘মেহেন্দি’ গানের তালে নোরাকে নাচতে দেখা যায়। তাঁর সঙ্গে নাচে সঙ্গ দিতে দেখা গেছে সানজয়কেও।
‘মেহেন্দি’ গানটি গত ৫ ডিসেম্বর প্রকাশিত হয়। কণার কণ্ঠের সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিশ। সানজয়ের সুর ও সংগীতায়োজনে গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
বাংলা গানের সঙ্গে নোরা ফাতেহির নাচের এই উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই গান ও নোরার নাচ নিয়ে আলোচনা চলছে।