আইয়ুব বাচ্চু প্রবর্তিত চ্যানেল আই ব্যান্ড ফেস্ট আজ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০১:৫০ পিএম

আইয়ুব বাচ্চু প্রবর্তিত চ্যানেল আই ব্যান্ড ফেস্ট আজ

ছবি: সংগৃহীত

ঠিক এক দশক আগে ব্যান্ড তারকারা ১ ডিসেম্বরকে ‘ব্যান্ড দিবস’ হিসেবে ঘোষণা করেছিলেন। সেই সময় কিংবদন্তি শিল্পী, সংগীত পরিচালক ও ব্যান্ডসংগীতের অগ্রদূত আইয়ুব বাচ্চু প্রস্তাব দিয়েছিলেন, এই দিনে একটি উৎসব আয়োজন করা হোক। তার প্রস্তাবকে কাজে লাগিয়ে বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল আই ২০১৪ সালে প্রথমবার ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’ আয়োজন করে, যা দেশজুড়ে সাড়া ফেলে।

এরপর থেকে প্রতি বছর ১ ডিসেম্বর এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। তার ধারাবাহিকতায় আজ চ্যানেল আই প্রাঙ্গণে বসতে যাচ্ছে ১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২৫।

এই বছরের আয়োজনে অংশ নিচ্ছে ১২টি ব্যান্ড, যার মধ্যে রয়েছে পপগুরু আজম খানের ব্যান্ড উচ্চারণ। ব্যান্ডের সদস্যরা জানিয়েছেন, তারা নতুন প্রজন্মকে আজম খানের কালজয়ী গান তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ফেস্টে অংশ নেওয়ার মাধ্যমে তাদের প্রচেষ্টা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তারা।

অন্যদিকে, অবসকিওর, সিম্ফনী, ডিফারেন্ট টাচ, পার্থিব, ফিডব্যাক, নোভা, শিরোনামহীন, স্টারলিং সহ দেশের অন্যান্য প্রথম সারির ব্যান্ডও মঞ্চে থাকবেন। পাশ্চাত্য ঘরানার জনপ্রিয় শিল্পী মেহরীন ও তরুণও ব্যান্ড লাইনআপে পারফর্ম করবেন।

আজ বেলা সাড়ে ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হবে উৎসব। আইয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিটি ব্যান্ড তাদের কালজয়ী ও নতুন গান পরিবেশন করবে। প্রতিটি ব্যান্ডকে নির্দিষ্ট সময় বরাদ্দ করা হয়েছে যাতে পারফরম্যান্সে কোনো বিঘ্ন না ঘটে। অনুষ্ঠানটি সরাসরি চ্যানেল আই-তে সম্প্রচার করা হবে। প্রযোজনায় আছেন অনন্যা রুমা, প্রকল্প পরিচালক রাজু আলীম, এবং পৃষ্ঠপোষকতা করছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

ফিডব্যাক ব্যান্ডের দলনেতা ও কি-বোর্ডিস্ট ফোয়াদ নাসের বাবু বলেন, ‘আইয়ুব বাচ্চুর উদ্যোগেই এটি চ্যানেল আইতে চালু হয়েছিল। ব্যান্ড এখন বাংলা মূলধারার সংগীতের অংশ। আমরা যেমন কাজ করছি, ভবিষ্যৎ প্রজন্মও একইভাবে কাজ করতে পারবে বলে বিশ্বাস করি।’

চ্যানেল আইয়ের বার্তাপ্রধান ও পরিচালক শাইখ সিরাজ বলেন, ‘তারুণ্যকে জাগিয়ে তোলে ব্যান্ড সংগীত। স্বাধীনতা পরবর্তী ব্যান্ডের পথচলা সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমাদের ব্যান্ডগুলো আজকের অবস্থানে এসেছে। আমরা প্রতি বছর প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়াকে সম্মান জানিয়ে দিনটি বিশেষভাবে পালন করি। আশা করি এবারও ব্যান্ড সংগীতের এই উৎসব সফল হবে।’

Link copied!