মে ৭, ২০২৫, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানে ভারতের সামরিক হামলায় উদ্বিগ্ন বিশ্ব। এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার বদলায় ভারত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে এই হামলা চালায়।
পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে নিষিদ্ধ ঘোণিত লস্কর ই-তৈয়বা এবং জৈশ ই মোহাম্মদের আস্তানায় ভারত এ হামলা চালায়। পাকিস্তানও এর জবাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি সেক্টরের ভিম্বার গালিতে গোলা ছুড়েছে। ভারতের হামলার প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেছে ইসলামাবাদ।
দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের ইতিহাস আছে। তার মধ্যে আবার নতুন করে এই সংঘাত ভারত-পাকিস্তানকে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। বিশ্বের সংবাদমাধ্যমগুলোতে গুরুত্ব পাচ্ছে দুই দেশের এই সংঘাত। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় গোটা বিশ্বের নজরও এখন সেদিকে।
বিশ্ব গণমাধ্যমে ভারতের অপারেশন সিঁদুর
এনডিটিভি
ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, বিশ্বের বেশির ভাগ গণমাধ্যমে পাকিস্তানে ভারতের হামলাকে সন্ত্রাস-বিরোধী অভিযান হিসাবে বর্ণনা করা হয়েছে। ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার ঘটনা উঠে এসেছে বহু মার্কিন এবং ব্রিটিশ পত্রিকায়।
সিএনএন
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন শিরোনাম করেছে, ‘ভারত-পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে।’ খবরে ভারত কোথায় কোথায় হামলা চালিয়েছে এবং কি কি অস্ত্র দিয়ে হামলা করেছে উঠে এসেছে সে বর্ণনা।
দ্য নিউ ইয়র্ক টাইমস
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ শিরোনাম করেছে: ‘কাশ্মীরে হামলার পর পাকিস্তানের ভেতরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা শুরু।’ এই অভিযান ভারত-পাকিস্তান সংঘাতের তীব্রতা আরও বাড়াল বলে বর্ণনা করেছে সংবাদমাধ্যমটি।
নিউ ইয়র্ক টাইমস- এর বিশ্লেষণে ‘ভারত বনাম পাকিস্তানের লড়াইকে’ যুক্তরাষ্ট্র বনাম চীনের লড়াইয়ও বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো থেকে ভারতের সামরিক সহায়তা পাওয়া এবং চীন থেকে পাকিস্তানের সমর্থন বিশ্বে মিত্রতার ক্ষেত্রে একটি মোড় পরিবর্তনেরই ইঙ্গিত দেয় এবং তা সংঘাত উস্কে ওঠার আরেকটি সম্ভাব্য ক্ষেত্র।
দ্য ওয়াশিংটন পোস্ট
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা বিভিন্ন বিশ্লেষকদের সতর্কবার্তা তুলে ধরে ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়ার ঝুঁকির কথা বর্ণনা করেছে। পত্রিকাটি শিরোনাম করেছে, ‘পাকিস্তানে ভারতের হামলায় উত্তেজনা বেড়েছে, ইসলামাবাদ পাল্টা জবাবের অঙ্গীকার করেছে।’
বিবিসি
বিবিসি’ও তাদের প্রতিবেদনে সন্ত্রাসীদের আস্তানা ভাওয়ালপুর এবং মুরিদকে তে ভারতের হামলা চালানোর খবর জানিয়েছে এবং তাদের খবরেও দুই দেশের সংঘাত আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের প্রতিফলন ঘটেছে।
গ্লোবাল টাইমস
চীনের গ্লোবাল টাইমস পত্রিকা ভারতের অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের ভাষ্য এবং দাবি তুলে ধরেছে।
ইতার তাস
রাশিয়ার ইতার তাস পত্রিকা ভারতের অভিযানের বিস্তারিত প্রকাশ করেছে। শিরোনামে পত্রিকাটি সামরিক অভিযান চালানোর পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জঙ্গি আশ্রয় দেওয়ার অভিযোগের বিষয়টি তুলে এনেছে এবং পাকিস্তান থেকে আরও সন্ত্রাসী হামলা ঠেকাতে ভারত তাদের অধিকারকে কাজে লাগিয়েছে বলে বর্ণনা করেছে।
ইরনা ও তেহরান টাইমস
ইরানের সংবাদমাধ্যম ইরনা শিরোনাম করেছে, ভারত পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়েছে।’ এবং তেহরান টাইমস শিরোনাম করেছে, পাকিস্তানের ভেতরে তিন জায়গায় হামলা চালিয়েছে ভারত।
লে মন্ড
ফরাসি দৈনিক লে মন্ডের শিরোনাম, ‘প্রাণঘাতী হামলার জবাবে পাকিস্তানের ভূখণ্ডে নয়াদিল্লির হামলা।’
জাপান টাইমস, শিকাগো ট্রিবিউন এবং দ্য গার্ডিয়ান
জাপান টাইমসের শিরোনাম: ‘কাশ্মীরে পর্যটন হত্যার জবাবে পাকিস্তানে ভারতের হামলা।’ শিকাগো ট্রিবিউন এবং দ্য গার্ডিয়ান পত্রিকাও একইভাবে ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে শিরোনাম করেছে।
টাইমস অফ ইসরায়েল
টাইমস অফ ইসরায়েল ভারতের হামলাকে সমর্থন দিয়ে শিরোনাম করেছে- ‘পাকিস্তানে হামলার পর ভারতের আত্মরক্ষার অধিকারে ইসলায়েলের সমর্থন।’
এবিসি নিউজ ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
এবিসি নিউজের শিরোনাম: ‘পাকিস্তানের ৯ টি নিশানায় ভারতের হামলা।’ দ্য ওয়াল স্ট্রিট জার্নালও একইভাবে সংবাদ শিরোনাম করেছে।
দ্য ফিন্যান্সিয়াল টাইমস
‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ শিরোনাম করেছে, ‘নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশে ভারত-পাকিস্তান সংকট বাড়ল।’
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।