এবার বিহারের স্থায়ী বাসিন্দা হতে আবেদন করলেন ট্রাম্প!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২৫, ০১:৩৫ পিএম

এবার বিহারের স্থায়ী বাসিন্দা হতে আবেদন করলেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

বাংলাদেশে কাঁকড়া ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেড লাইসেন্স পাওয়ার খবর নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে জানা যায়, ট্রাম্পের নামে ভুয়া ই-ট্রেড লাইসেন্স ছিল সেটি। এবার ভারতে বিহারের স্থায়ী বাসিন্দা হতে একটি আবেদন পড়েছে ট্রাম্পের নামে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ জুলাই বিহারের সমষ্টিপুর জেলার মহিউদ্দিন নগর এলাকায় মার্কিন প্রেসিডেন্টের নামে একটি আবাসিক সার্টিফিকেট আবেদন জমা পড়ে। সেটি যাচাই করার সময় কর্তৃপক্ষ বুঝতে পারেন, আবেদনপত্রে দেওয়া ছবি, আধার নম্বর, বারকোড এবং ঠিকানার ক্ষেত্রে চরম জালিয়াতি করা হয়েছে। পরে ওই আবেদনটি বাতিল করে দেওয়া হয়। প্রশাসনের ধারণা, পুরো বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে সরকারি ব্যবস্থাকে কটাক্ষ করার জন্য। 

মহিউদ্দিন নগর এলাকার সার্কেল অফিসার জানিয়েছেন, এটি তথ্যপ্রযুক্তি আইনের অধীনে গুরুতর অপরাধ। এরইমধ্যে স্থানীয় সাইবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এরইমধ্যে একটি তদন্তকারী দল আইপি অ্যাড্রেস ও লগইন তথ্যের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করার কাজ শুরু করেছে।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, আগামী দিনে ভুয়া আবেদন রুখতে প্রযুক্তিগত অডিট এবং লগইন নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

Link copied!