ডিসেম্বর ২৭, ২০২৫, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে (মসজিদ আল হারাম) এক যুবক ওপরের তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষীর দ্রুত ও সাহসী পদক্ষেপে ওই যুবক প্রাণে বেঁচে যান। এ ঘটনায় নিরাপত্তারক্ষীর বীরোচিত ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আরব নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্র্যান্ড মসজিদের ওপরের তলা থেকে এক ব্যক্তি লাফ দেওয়ার চেষ্টা করলে মসজিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন। ওই সময় একজন নিরাপত্তা কর্মকর্তা যুবককে মাটিতে পড়া থেকে আটকাতে গিয়ে আহত হন।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আহত নিরাপত্তা কর্মকর্তা ও ওই যুবক উভয়কেই দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনার পর গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শেখ ড. আবদুর রহমান আস সুদাইস প্রতিক্রিয়া জানিয়ে হজযাত্রী ও মুসল্লিদের মসজিদের পবিত্রতা রক্ষা, নির্ধারিত বিধিবিধান মেনে চলা এবং সঠিক ইসলামি রীতিনীতি অনুসরণ করার আহ্বান জানান। তিনি বলেন, ইসলামের অন্যতম লক্ষ্য হলো জীবন রক্ষা করা এবং আত্মবিনাশ থেকে বিরত থাকা।
এদিকে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ গত শুক্রবার আহত নিরাপত্তারক্ষী রায়ান বিন সাঈদ বিন ইয়াহইয়া আল-আহমাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য প্রশংসা জানান।