ছবি: সংগৃহীত
কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, থাইল্যান্ডের বিমান বাহিনী আজ (শুক্রবার) এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে দেশটির ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, এসব হামলায় প্রায় ৪০টি বোমা নিক্ষেপ করা হয়েছে।
জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল মালি সোচেতা জানান, শুক্রবার ভোরে থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান কম্বোডিয়ার বান্তে মিঞ্চে প্রদেশের চৌক চে এলাকায় একাধিক দফায় হামলা চালায়। বোমাবর্ষণের পর থাই বাহিনী ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে ওই গ্রামের ভেতরে প্রবেশ করে।
তিনি আরও বলেন, বিমান হামলার পরও থাই বাহিনী কম্বোডিয়ার ভূখণ্ডে আগ্রাসন অব্যাহত রেখেছে এবং বসতিপূর্ণ এলাকায় পদাতিক সেনা ও সাঁজোয়া যান মোতায়েন করেছে।
এর আগে গত ৭ ডিসেম্বর থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছোট অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, থাই বাহিনী কয়েকদিন ধরে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে এক পর্যায়ে কম্বোডিয়ার অবস্থানগুলোতে আক্রমণ শুরু করে।
এদিকে, ১২ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তার দাবি ছিল, দুই দেশের নেতা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শত্রুতা বন্ধ এবং শান্তি চুক্তি বাস্তবায়ন পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন। তবে এসব ঘোষণার পরও সীমান্তে সংঘর্ষ ও লড়াই অব্যাহত রয়েছে।