ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:০৭ পিএম
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে, এতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। সিডনিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীরা হামলা চালান। এই সময় সৈকতে ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সৈকত থেকে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে থাকেন। হামলার সময় প্রায় ৫০টির মতো গুলির শব্দ শোনা যায়।

স্থানীয় ৩০ বছর বয়সী বাসিন্দা হ্যারি উইলসন এই হামলা নিজ চোখে দেখেছেন। তিনি বলেন, `আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি। চারদিকে রক্ত ছিল। ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান শুরু করেছে।`
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। অন্যদিকে পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয়েছেন।
সিডনির বন্ডি সৈকত এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে। স্থানীয় মানুষদের ওই এলাকা এড়িয়ে চলা এবং পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন। হামলার পর পুরো সিডনি শহরে আতঙ্ক ছড়ালেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিডনির কর্তৃপক্ষ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনছে।