লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদাদ। ছবি: সংগৃহীত
তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদাদসহ মোট ৮ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাতে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশে যাত্রার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে রয়েছেন চারজন উচ্চপদস্থ লিবিয়ান কর্মকর্তা এবং বিমানের তিনজন ক্রু সদস্য।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবাহ সেনাপ্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পর কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল। পরে আঙ্কারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরে হাইমানা জেলার কাছে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
এর আগে চলতি সপ্তাহে তুর্কি সেনাপ্রধান ও অন্যান্য সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করতে আঙ্কারা সফরে গিয়েছিলেন জেনারেল আল-হাদাদ। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে।