গাজা দখলের প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ০৩:০৪ পিএম

গাজা দখলের প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা শহর দখলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর হামাস পরাজিত করার প্রস্তাব অনুমোদন করেছে নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর দখলের প্রস্তুতি নেবে। তবে যুদ্ধ এলাকা থেকে দূরে থাকা বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে।

এক্সিওসে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের লক্ষ্য হচ্ছে ৭ অক্টোবরের মধ্যে গাজা শহরের সব ফিলিস্তিনি নাগরিককে সরিয়ে কেন্দ্রীয় ক্যাম্প ও অন্যান্য এলাকায় নিয়ে যাওয়া। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরোধ করে স্থল অভিযান চালানো হবে।

গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরায়েল গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। তবে তিনি বলেন, ইসরায়েল সেখানে দীর্ঘমেয়াদে শাসক হিসেবে থাকতে চায় না।

নেতানিয়াহু বলেন, ‘আমরা গাজা নিজেরা রাখতে চাই না। আমরা কেবল নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে চাই। শাসন করতে চাই না।’

Link copied!