আগস্ট ৬, ২০২৫, ০৩:০৬ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, এতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
জামায়াতের নায়েবে আমির বলেন, জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ, জাতির প্রত্যাশা পূরণ হয়নি। পরবর্তী সরকারের হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া জুলাই চেতনার পরিপন্থী।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ইতিবাচক এবং জামায়াতের আমিরের দাবি পূরণ করা হয়েছে। তবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে কোনো বাধা নেই, অতীতে এর উদাহরণ আছে।
জামায়াতের এই নেতা আরও বলেন, তবে ট্রেডিশন অনুযায়ী, নির্বাচনের ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার প্রধান ও ইসি যদি আলাপ করে, সেটা করলে ভালো হতো।