ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো গৃহবন্দি, ট্রাম্পের সঙ্গে উত্তেজনা বাড়ল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৫, ২০২৫, ০১:১১ পিএম

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো গৃহবন্দি, ট্রাম্পের সঙ্গে উত্তেজনা বাড়ল

ছবি: সংগৃহীত

ব্রাজিলের সরকার পরিবর্তনের উদ্দেশ্যে কথিত অভ্যুত্থান চক্রান্তের জন্য বিচার শুরুর আগে সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে গৃহবন্দি রাখার আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মামলার বিচারকের ওপর নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি ব্রাজিলের বিরুদ্ধে শুল্ক বাড়িয়ে দিলেও আদালত নিজ সিদ্ধান্তে অটল রয়েছেন।

রয়টার্স জানিয়েছে, সোমবার সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস, বোলসোনারোর বিরুদ্ধে এই গৃহবন্দিত্বের আদেশ জারি করেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বিচারক মোরায়েসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

বোলসোনারোকে গৃহবন্দি রাখার আদেশ দিয়ে এর কারণ হিসেবে বিচারক মোরায়েস বলেছেন, বোলসোনারোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার আদেশ মেনে চলতে ব্যর্থ হয়েছেন তিনি। মামলায় ট্রাম্পের হস্তক্ষেপের অভিযোগে বোলসোনারোর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল আদালত।

মোরায়েস জানিয়েছেন, বোলসোনারো বারবার আদালতের আদেশকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

তিনি তার সিদ্ধান্তে লেখেন, “ন্যায়বিচার অন্ধ কিন্তু বোকা নয়।”

২০২২ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার কাছে হারেন বোলসোনারো। লুলা ডি সিলভা’র দায়িত্ব গ্রহণ ঠেকাতে বোলসোনারো তার মিত্রদের নিয়ে সহিংস অভ্যুত্থানের চক্রান্ত করেছিলেন, এমন অভিযোগে তার বিচার চলছে।

ট্রাম্প এই বিচারকে ‘উইচ হান্ট’ বলে উল্লেখ করেছেন এবং এই মামলার জেরে ব্রাজিলীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন যা বুধবার থেকে কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বোলসোনারোকে গৃহবন্দি করার আদেশের নিন্দা করেছে। মন্ত্রণালয়টি বলেছে, মোরায়েস ব্রাজিলের প্রতিষ্ঠানগুলোকে বিরোধীদের চুপ করাতে ও গণতন্ত্রকে হুমকি দিতে ব্যবহার করেছেন। এর পাশাপাশি ‘যারা নিষেধাজ্ঞা আদেশ বাস্তবায়নে সহযোগিতা করছেন ও প্ররোচনা দিচ্ছেন’ যুক্তরাষ্ট্র তাদের ‘সকলকে জবাবদিহিতার আওতায় আনবে’ বলেও বলেছে মন্ত্রণালয়টি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। তবে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এমনকি এখনও ব্রাজিল থেকে আমদানি করা পণ্যে আরও উচ্চ শুল্ক আরোপ করতে পারে।

সোমবার মোরায়েসের দেওয়া আদেশে বোলসোনারোর সেল ফোন ব্যবহার ও দর্শনার্থী গ্রহণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুধু তার আইনজীবীরা ও আদালতের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা এ নিষেধাজ্ঞা আদেশের আওতার বাইরে থাকবেন।

বোলসোনারোর একজন প্রেস প্রতিনিধি নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সাবেক প্রেসিডেন্টকে তার ব্রাজিলিয়ার বাসভবনে গৃহবন্দি করেছে পুলিশ। পাশাপাশি তার সেল ফোন জব্দ করা হয়েছে।

বোলসোনারোর আইনজীবীরা দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট আদালতের কোনো আদেশ লঙ্ঘন করেননি। তারা আদালতের সর্বশেষ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকালে বোলসোনারো বিচারক মোরায়েসকে ‘একনায়ক’ অভিহিত করে তার নিজের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞার আদেশকে ‘কাপুরুষোচিত’ কাজ বলে উল্লেখ করেন।

Link copied!