ফিলিস্তিনিদের জন্য ফের খাবার নিয়ে যাচ্ছেন গ্রেটা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ০৪:৩০ পিএম

ফিলিস্তিনিদের জন্য ফের খাবার নিয়ে যাচ্ছেন গ্রেটা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া অনাহার ও অপুষ্টিতে এক শিশুসহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেল ২২২ জন। এদের মধ্যে ১০১ জনই শিশু। ত্রাণবাহী নৌকা নিয়ে আবারও গাজার উদ্দেশে যাত্রা করবেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। এদিকে, আংশিক জিম্মি মুক্তির চুক্তি করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজায় আগ্রাসনে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে ইসরায়েল। রোববার গাজায় আল-জাজিরার ৫ সাংবাদিককে হত্যার পর থেকেই বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। গাজায় অনাহার ও অপুষ্টিতে সোমবার এক শিশুসহ আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। ৫ বছর বয়সী ওই শিশুর নাম মোহাম্মদ জাকারিয়া। খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে তীব্র অপুষ্টির চিকিৎসা নিচ্ছিল শিশুটি।

গাজার কর্মকর্তারা জানান, গত ১৫ দিনে সীমান্তে অপেক্ষারত ৯ হাজার ত্রাণবাহী ট্রাকের মধ্যে মাত্র ১ হাজার ৩৩৪টি প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল।

এ্ই অবস্থায় ফিলিস্তিনিদের কাছে খাবার পৌঁছে দিতে ৪ সেপ্টেম্বর বেশ কয়েকটি ত্রাণবাহী নৌকা নিয়ে স্পেন থেকে গাজার উদ্দেশে আবারও যাত্রা শুরু করবেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তিউনিশিয়াসহ বিভিন্ন বন্দরে তাদের সঙ্গে যোগ দেবেন আরও মানবাধিকার কর্মীরা। গাজাবাসীর প্রতি সংহতি জানাতে ৪৪টির বেশি দেশকে একযোগে বিক্ষোভ ও পদক্ষেপের জন্য সংগঠিত করছেন গ্রেটা।

গাজায় নতুন ধাপের লড়াইয়ের সব পরিকল্পনা ইসরায়েলের মন্ত্রিপরিষদে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে আইডিএফের শীর্ষ আইনজীবী ইয়েফাত টোমার সতর্ক করেছেন, গাজা দখল করলে ফিলিস্তিনিদের প্রতিটি বিষয়ের জন্য ইসরায়েলকে দায়ী করা হবে। এতে তেল আবিবের ওপর চাপ বাড়বে।

এদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ওপর সামরিক চাপ বাড়ানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের পর আংশিক জিম্মি মুক্তির চুক্তি করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই তার দল লিকুদ পার্টির এক সদস্য দাবি করেন, গাজায় আকাশপথে দেওয়া ত্রাণের বাক্সের মাধ্যমে হামাসকে অস্ত্র এবং আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Link copied!