ছবি: সংগৃহীত
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করল অস্ট্রেলিয়া।
সোমবার, ১১ আগস্ট রাজধানী ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জানান দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
অ্যান্থনি আলবানিজ জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ফিলিস্তিনকে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করতে গাজায় চলমান সংকট ও দুর্ভোগ দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো দ্বি-রাষ্ট্র সমাধান। ভবিষ্যতে হামাস কোনো ভূমিকা পালন করবে না, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে এমন প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত দুই সপ্তাহ ধরে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং জাপানের নেতাদের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী আলবানিজ।
এদিকে পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েল বলছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমতুল্য’।
সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পরিকল্পনার কথা জানিয়েছে। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে।