দুই থেকে তিন হলেন বিপাশা-করণ দম্পতি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২২, ০৯:৪০ এএম

দুই থেকে তিন হলেন বিপাশা-করণ দম্পতি

বলিউড পাড়ায় আবারও খুশির খবর। অভিনেতা দম্পতি রণলিয়ার (রণবীর কাপুর-অভিনেত্রী আলিয়া ভাট) ঘর আলো করে প্রথম সন্তান আসার এক সপ্তাহের মধ্যেই একই খুশির খবর দিলো বিপাশা-করণ দম্পতি।

৪৩ বছরে প্রথম সন্তানের মা হলেন বিপাশা আর প্রথমবার পিতৃত্বের স্বাদ পেলেন অভিনেতা করণ সিং গ্রোভার। মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মেয়ে হয়েছে বিপাশার। খবর ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন নতুন মা-বাবা।

গত অগস্টেই সন্তান আসার খবর দিয়েছিলেন বিপাশা আর করণ। চলতি বছরের ১৬ আগস্ট বেবি বাম্পের ছবি পোস্ট করে বিপাশা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল।

বিপাশা আরও লেখেন, ‘আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্র ভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তার পর একে অপরকে খুঁজে পাই। তখন দু'জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু'জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে… তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।’

ভালোবেসে বিয়ে করেন বিপাশা এবং করণ। প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে অ্যালন ছবিতে। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। সেটেই প্রথম আলাপ, তারপর একে অপরের ঘনিষ্ঠ আসেন। ২০১৬ সালে বাঙালি রীতি মেনে সাত পাক ঘোরেন তাঁরা। ব্যক্তিগত জীবনকে আগাগোড়াই আলোকবৃত্ত থেকে দূরে রেখেছেন তারকা-দম্পতি। 

বিপাশার সঙ্গে সংসার শুরুর আগে দু'বার বিয়ে ভেঙেছে করণের। বলিউড নায়িকার সঙ্গে তাঁর সম্পর্ক টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। দু'জনের বিয়ে নিয়ে চর্চাও নেহাত কম হয়নি। যাবতীয় সমালোচনা, নেতিবাচকতাকে তুড়িতে উড়িয়ে দিব্যি রয়েছেন তাঁরা। এবার দুই থেকে তিন হলেন এই দম্পতি।

সাইফ আলী খান, জন আব্রাহামসহ একাধিক অভিনেতার সঙ্গে পরপর সম্পর্কে জড়ানোর পর ২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বিপাশা বসু৷ অ্যালোনের শ্যুটিংয়ের সময় করণের সঙ্গে বিপাশার সম্পর্কের সূত্রপাত হয়৷ এরপর সেই সম্পর্ক ছাদনাতলা পর্যন্ত টেনে নিয়ে যান করণ-বিপাশা৷ এরপরই বিয়ের সিদ্ধান্ত নিয়ে টেলি তারকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু

২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি স্টেটাস দেন বিপাশা বসু৷ যেখানে তিনি বলিউড অভিনেতা হরমন বাওয়েজার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন৷ কিন্তু ওই ঘটনার ৬ মাস পরই হরমনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে বলে ফের নতুন করে দাবি করেন বলিউডের বাঙালি কন্যা।

২০১৩ সালে রেস এবং রেস টু-এর শ্যুটিংয়ের সময় সাইফের সঙ্গে বিপাশার রসায়ন নিয়ে জোর গুঞ্জন শুরু হয় বলিউডের আনাচে কানাচে৷ যদিও বিপাশার সঙ্গে বন্ধুত্ব ছাড়া অন্য কোনও সম্পর্ক নেই বলে বার বার দাবি করেন সইফ আলি খান।

২০১১ সালে  দম মারো দম-এর শ্যুটিংয়ের সময় নাকি রানা দাগ্গুবতির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বিপাশা৷ শোনা যায়, সম্পর্কে থাকাকালীনই নাকি বিপাশার পাশাপাশি অন্য কারও সঙ্গে দ্বিতীয়বার সম্পর্কে জড়িয়ে পড়েন বাহুবলি অভিনেতা৷ যার ফলে বিপাশার সঙ্গে তাঁর বিচ্ছেদ হতে বেশি সময় লাগেনি।

জিসম-এ অভিনয়ের সময় জন আব্রাহামের সঙ্গে বিপাশার সম্পর্ক নিয়ে বি টাউনে জোর গুঞ্জন শুরু হয়৷ ওই সময় জন-বিপাশাকে বলিউডের অন্যতম 'হটেস্ট কাপল' বলা হত৷

২০১১ সাল পর্যন্ত জন আব্রাহামের সঙ্গে সম্পর্ক ছিল বিপাশার৷ কিন্তু আচমকাই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়৷ জন-বিপাশার বিচ্ছেদ মন ভেঙে দেয়, তাঁদের অনেক ভক্তের৷ যদিও দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকার পর কেন তাঁরা আলাদা রাস্তা বেছে নিলেন, সে বিষয়ে কেউ মুখ খোলেননি।

রাজ দিয়ে বলিউডে পা রাখেন বিপাশা বসু৷ ওই সময় রাজ-এর সহঅভিনেতা দিনো মোরিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা৷ যদিও ২০০২ সালে দিনোর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর।

Link copied!