চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে বিগত দুই সপ্তাহ বেশ চর্চা হয়েছে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে। এবার এ নায়িকা জানালেন নতুন সিনেমার খবর। আর্তনাদ’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। ছবিতে মাহির নায়ক হিসেবে থাকছেন সায়মন সাদিক।
মাহিয়া মাহি ও সাইমন সাদিক থাকছে
শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হবে ছবিটি। পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। শাপলা মিডিয়াট কর্ণধার সেলিম খান ছবিটির বিষয়ে নিশ্চিত করেছেন। সেলিম খান বলেন, ‘আর্তনাদ ছবি শুরু হচ্ছে। ছবিটিতে মাহিয়া মাহি ও সাইমন সাদিক থাকছে। বাকিটা পরে জানাবো।’
একই প্রযোজনার আরও ছবির শুটিং করছি
মাহিয়া মাহি জানান, ‘একই প্রযোজনার আরও ছবির শুটিং করছি। ছবির নাম ‘লাইভ’। সেটাতেও আমার নায়ক সাইমন।আশা করি আমাদের নতুন ছবিটিও ভালো কিছু হবে।’ এই আর্তনাদ ছবির মাধ্যমে দীর্ঘ আট বছর পর জাকির হোসেন রাজুর সিনেমায় কাজ করতে যাচ্ছেন। শাপলা মিডিয়া কর্ণধার সেলিম খান জানান, সিনেমাটির দুই দিন শুট হবে ঢাকায় । বাকিটা বর্ষাকালে গ্রামে দৃশ্যধারণ করা হবে।