আলোচনায় বসতে ৮টি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের চিঠি

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩১, ২০২৩, ০৪:১১ এএম

আলোচনায় বসতে ৮টি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের চিঠি

গত বছর অনষ্ঠিত সংলাপে না বসা ৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এই দলগুলোকে চিঠি পাঠানো হয় বলে ইসি সূত্রে জানা গেছে।

যেসব রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হয়েছে সেগুলো হলো-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

বিএনপির পাশপাশি এই দলগুলো গত বছরের জুলাই মাসে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সংলাপ বর্জন করেছিল।

গত বছর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল নির্বাচন কমিশন। বিএনপিসহ নয়টি রাজনৈতিক দল ওই সংলাপ বর্জন করেছিল। বৃহস্পতিবার বিএনটি বাদে ওই আটটি দলকে আলোচনার জন্য চিঠি দিলো ইসি।

Link copied!