করোনাটিকা : ভীতি থেকে উৎসবে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২১, ০৪:১৬ পিএম

করোনাটিকা : ভীতি থেকে উৎসবে

দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ধীরে ধীরে মানুষের মনে টিকাভীতি কমে তা উৎসবে পরিণত হচ্ছে।সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। বয়স সীমা কমিয়ে আনায় নিবন্ধন ও টিকা নেওয়ার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। মাত্র একদিনের ব্যবধানে নিবন্ধন বেড়েছে প্রায় ১ লাখ ৮৮ হাজার ৪৭৩।মঙ্গলবার সারাদেশে এক লাখের বেশি মানুষ কারোনাভাইরাস টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশব্যাপী গণটিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০জন, দ্বিতীয় দিন আগের সংখ্যার চাইতে ১৫ হাজার বেশি মানুষ টিকা নেন। মঙ্গলবার টিকা নেওয়ার সংখ্যা লাখ ছাড়িয়ে  যায়। ওই দিন টিকা নিয়েছেন ১ লাখ ১ হাজার ৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে হানা যায়, গত ২৭ জানুয়ারি করোনাটিকা নেওয়ার জন্য নিবন্ধন শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ ১২ দিনে সারা দেশে  এ পর্যন্ত নিবন্ধন করেছে ৫ লাখ ১২ হাজার ৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) দেওয়া তথ্য অনুযায়ি, গত সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার ৪৭৩ জন টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

বুধবার গণটিকাদানের চতুর্থ দিনে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপালসহ বিভিন্ন টিকা কেন্দ্রে সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। অন্যসব হাসপাতালগুলোর চাইতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে  (বিএসএমএমইউ) টিকা নিতে আসা মানুষের ছিল দীর্ঘ লাইন। এই কেন্দ্রের ৮টি বুথের প্রতিটিতে ১৫০ জন করে মোট ১হাজার ২০০জনকে  টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে মঙ্গলবার এই সংখ্যা ছাড়িয়ে যায়। এই দিন বিএসএমএমইউ কেন্দ্রে ১ হাজার ৪৯৭ জনকে টিকা দেওয়া হয়। আজ বুধবার টিকাগ্রহণকারীদের উপচে পড়া ভীড়ের কারণে এই সংখ্যা আরো  বেড়ে যেতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিএসএমএমইউ সূত্র জানায়, সরকার বয়সসীসা কমিয়ে আনায় সম্ভাব্য টিকাগ্রহণকারীদের সংখ্যা বেড়ে গেছে। তাছাড়া 'নিবন্ধন ছাড়াও টিকা নেওয়া যাবে' এই বার্তার কারণে অনেকেই টিকা নিতে এসেছেন।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিতে আসা মানুষের সংখ্যাও মঙ্গলবারের তুলনায় অনেক বেশি দেখা গেছে। তাদের মধ্যেও ছিল এক ধরণের উৎসব আমেজ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সারা দেশে টিকা নিয়েছেন ১লাখ ১ হাজর ৮২ জন। তাদের মধ্যে ৯৪ জন টিকাগ্রহণকারীর মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা জানান, কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে। তবে যুক্তিসংগত কারণ জানালে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম( এমআইএস) তার সমাধান দেবে।

চার সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। ওই ডোজ নেওয়ার নির্ধারীত দিনে যদি কারও কোনো শারীরিক সমস্যা থাকে তবে টিকা গ্রহণকারী কী করবেন-এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক মো. নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, জ্বর থাকলে টিকা নেওয়া যাবে না।সুস্থ হয়ে নির্ধারিত কেন্দ্র থেকে টিকা নেওয়া যাবে। 

 

 

 

Link copied!