করোনাভাইরাসের সূচনা চীনের ল্যাব থেকেই, দাবি এফবিআই প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১, ২০২৩, ১১:৫০ পিএম

করোনাভাইরাসের সূচনা চীনের ল্যাব থেকেই, দাবি এফবিআই প্রধানের

চীনের সরকার নিয়ন্ত্রিত কোনো ল্যাব থেকে লিক হয়েই ‘খুব সম্ভবত’ কোভিড-১৯ ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো-এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ দাবি করেন। বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারিটির উৎস শনাক্তে নেওয়া প্রচেষ্টাগুলোকে ভণ্ডুল করতে ও আটকাতে চীন সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এফবিআই মনে করে, অনেক গবেষণাতেই প্রাণঘাতী এই ভাইরাস সম্ভবত উহানের সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণী বেচাকেনার মার্কেটেই প্রাণীদেহ থেকে মানবদেহে যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। ওই মার্কেট থেকেই বিশ্বজুড়ে পরিচিত ভাইরাস ল্যাব উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে যেতে গাড়িতে ৪০ মিনিট লাগে। ওই ল্যাবেই করোনাভাইরাস নিয়ে গবেষণা চলছিল বলে এফবিআই জানায়।

প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর গোপন মূল্যায়নের ব্যাপারে এটিই সংস্থাটির শীর্ষ কোনো কর্মকর্তার প্রথম প্রকাশ্য মন্তব্য।

যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলে আসছে উহানের কোনো ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে ওই অভিযোগ অস্বীকার করে আসছে চীন।বেইজিংয়কে চাপে ফেলতেই ওয়াশিংপন এ ধরণের অভিযোগ তোলা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে চীনা প্রশাসন।

Link copied!