এবার কাগজের বোতল বানাবে কোকা-কোলা!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২১, ১১:০৭ পিএম

এবার কাগজের বোতল বানাবে কোকা-কোলা!

আন্তর্জাতিক কার্বোনেটেড কোমল পানীয়ের প্রতিষ্ঠান কোকা-কোলা এবার কাগজের বোতল বানাবে| একাজে সাহায্যকারী ডেনিশ কোম্পানি `পাবকো' প্রোটোটাইপ এই বোতল তৈরিতে শক্ত কাগজের শেল ব্যবহার করেছে । তবে এর নিচে  পাতলা প্লাস্টিকের লাইনিং এখনও থাকছে।

কোকা-কোলার এক কর্মকর্তা জানান, তাদের লক্ষ্য একটি শতভাগ রিসাইকেলযোগ্য, প্লাস্টিকমুক্ত বোতল, যা কার্বনেটেড পানীয় থেকে গ্যাসের বের হয়ে যাওয়া রুখে দিতে পারে। এছাড়াও কোনও ফাইবারের টুকরো যেনো পানীয়ের মধ্যে না যায়, তাও খেয়াল রাখা হবে। কারণ এতে যেমন স্বাস্থঝুঁকি আছে, তেমনি স্বাদও নষ্ট হয়ে যেতে পারে।

তিনি আরও জানান, কোকা-কোলার লক্ষ্য হলো ২০৩০ এর মধ্যেই এমন বোতল ব্যবহার করা, যা কোনও বর্জ্য তৈরি করে না।

গত বছর থেকে কোকা-কোলা বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষক প্রতিষ্ঠান। এর পরেই আছে অন্য পানীয় উৎপাদক পেপসি ও নেসলি।

বোতল উৎপাদক পাবকো জানায়, বুদবুদ তৈরি করে এমন পানীয়, কাগজের বোতলে রাখা বেশ কষ্টের। কারণ গ্যাস নিসৃত বুদবুদের কাজই হলে বাইরে যাবার চেষ্টা করা। হয়তো এভাবে সাধারণ পানীয় রাখা সহজ। কিন্তু কার্বনেটেড পানীয়র প্রধান আকর্ষণই এর বুদবুদ।

তথ্যসূত্র: বিবিসি

Link copied!