গ্যালাক্সি এস২৩ সিরিজ নিয়ে আসছে স্যামসাং

প্রযুক্তি ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৩, ১২:১৩ এএম

গ্যালাক্সি এস২৩ সিরিজ নিয়ে আসছে স্যামসাং

স্যামসাং নিয়ে আসছে গ্যালাক্সি এস২৩ সিরিজ। সিরিজটিতে থাকছে ৩টি ফোন। গ্যালাক্সি এস২৩ ছাড়াও থাকছে গ্যালাক্সি এস২৩ প্লাস ও গ্যালাক্সি এস২৩ আলট্রা। নতুন মডেলের এই ডিজাইনের ফোনগুলোতে স্পেসিফিকেশনের দিকে জোর দিয়েছে দক্ষিণ কোরিয়ার এই সংস্থাটি। প্রসেসর, ক্যামেরা ও অন্যান্য ফিচারের মান উন্নয়ন করা হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের মাধ্যমে পুরো বিশ্বের সামনে গ্যালাক্সি এস২৩ সিরিজ নিয়ে আসবে স্যামসাং।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের বিভিন্ন ফোনের দাম প্রকাশ্যে এসেছে। গ্যালাক্সি এস২৩-এর দাম শুরু হতে পারে ৭৯৯.৯৯ ডলার থেকে। গ্যালাক্সি এস২৩ প্লাস-এর দাম শুরু হতে পারে ৯৯৯.৯৯ ডলার থেকে। এ ছাড়া গ্যালাক্সি এস২৩ আলট্রার দাম শুরু হতে পারে ১ হাজার ১৯৯.৯৯ ডলার থেকে।

গ্যালাক্সি এস২৩ আলট্রা: সম্ভাব্য স্পেসিফিকেশন

এস২৩ সিরিজের প্রিমিয়াম ফোন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা। স্যামসাংয়ের সবচেয়ে শক্তিশালী এ ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এর চিপসেট। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি কিএইচডি+ডিসপ্লে। এই ফোনের পিছনে থাকবে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা দিতে পারে স্যামসাং। এ ফোনে থাকতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ও গ্যালাক্সি এস২৩ প্লাস: সম্ভাব্য স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৩-তে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৩.১ ইঞ্চি এফএইচডি+ডিসপ্লে। অন্যদিকে গ্যালাক্সি এস২৩ প্লাস ফোনে থাকছে ৬.৬ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে। দুটি ফোনেই ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকবে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। স্যামসাং গ্যালাক্সি এস২৩-তে থাকবে ৩,৯০০ এমএএইচ ব্যাটারি ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং। অন্যদিকে গ্যালাক্সি এস২৩ প্লাস-এ থাকবে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

Link copied!