চাঁদে গাছ লাগাবে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা!

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৮, ২০২২, ০৫:২৪ পিএম

চাঁদে গাছ লাগাবে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা!

অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী আগামী ২০২৫ সালের মধ্যে চাঁদে গাছ লাগানোর সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

স্থানীয় সময় গতকাল শুক্রবার চাঁদের বুকে মানববসতি গড়ে তোলার কাজে সহায়ক ভূমিকা নিতে একটি বিশেষ অভিযানের ঘোষণা করেছে ওই বিজ্ঞানী দল।

ভয়েস অব আমেরিকার (ভিওএ) এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির উদ্ভিদ জীববিজ্ঞানী ব্রেট উইলিয়ামস জানিয়েছেন, ইসরায়েলের বেসরকারি মহাকাশযান বেরেসিত-২ চাঁদের উদ্দেশে বীজ নিয়ে যেতে পারে।

বিজ্ঞানীদের দলনেতা ব্রেট উইলিয়ামস জানান, চন্দ্রপৃষ্ঠে মহাকাশযানটি অবতরণের পর গাছের বীজগুলো একটি বদ্ধ জায়গায় রেখে পানি দেওয়া হবে। পরবর্তীতে ওইসব বীজের বিকাশ পর্যবেক্ষণ করা হবে।

ব্রেট উইলিয়ামস আরও জানান, বিরূপ পরিস্থিতির মধ্যেও কোন গাছ বেশি সময় ধরে টিকে থাকতে পারে এবং কত দ্রুত অঙ্কুরিত হতে পারে, তার ভিত্তিতে উপযোগী গাছের বীজ বাছাই করা হবে।

অস্ট্রেলিয়ার এক প্রকারের দীর্ঘজীবী ঘাসকে এক্ষেত্রে বেছে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন উইলিয়ামস। সুপ্ত অবস্থায় এই ঘাস জল ছাড়াই দীর্ঘদিন বাঁচে।অস্ট্রেলিয়া ও ইসরায়েলের বিজ্ঞানীদের সমন্বয়ে লুনারিয়া ওয়ান নামের একটি সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে প্রকল্পটি।

Link copied!