তেজগাঁওয়ে জাগো নিউজের সাংবাদিকের ওপর দুবৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২২, ০৮:৩০ এএম

তেজগাঁওয়ে জাগো নিউজের সাংবাদিকের ওপর দুবৃত্তদের হামলা

দুবৃত্তদের অতর্কিত হামলার শিকার হয়েছেন জাগো নিউজের সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন বিটের জ্যেষ্ঠ প্রতিবেদক সিরাজুজ্জামান। শনিবার দুপর আড়াইটার দিকে ৪-৫ জন দুবৃত্ত রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় তাঁর ওপর অতর্কিত এ হামলা চালায়। হামলায় তাঁর ঠোঁট ফেটে যায় এবং ঠোঁটে দশটি সেলাই দেওয়া হয়েছে। বুকে, মাথায়, হাঁটু ও পিঠে আঘাত করেছেন হামলাকারীরা। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহত সাংবাদিক।

ঘটনা সম্পর্কে সিরাজুজ্জামান বলেছেন, তেজগাঁও সাতরাস্তা হয়ে মোটরসাইকেলে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অজ্ঞাত ৪/৫ জন মোটরসাইকেলের গতিরোধ করেন। তারা আমাকে বলে, ‘তুই সাংবাদিক, লাইভ করোস।’ আমি হ্যাঁ বলার পর অতর্কিতভাবে তারা আমাকে ট্রাকের পাশে নিয়ে মারধর করেন এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। আমার কাছে থাকা নগদ সাড়ে তিন হাজার টাকা ও তথ্য অধিদপ্তর থেকে দেওয়া সাংবাদিক পরিচয়পত্রটি নিয়ে নেয় হামলাকারীরা। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিই এবং হামলার কারণে আমার ঠোঁটে দশটি সেলাই দেওয়া হয়।’

জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেছেন, ভুক্তভোগী সাংবাদিক থানায় সশরীরে এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে সংসদ সচিবালয়, নির্বাচন কমিশন ও আইসিটিসহ বিভিন্ন বিটে কর্মরত সিরাজুজ্জামান। বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার ফোরামের কোষাধ্যক্ষ তিনি। এছাড়া বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনী কমিটির সদস্য এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির যুগ্ম-সাধারণ সম্পাদক।

Link copied!