নৌ-প্রটোকলের আওতায় খাদ্যপণ্যের প্রথম চালান যাচ্ছে ভারতে

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৬, ২০২১, ০৭:৪২ পিএম

নৌ-প্রটোকলের আওতায় খাদ্যপণ্যের প্রথম চালান যাচ্ছে ভারতে

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার নৌ-প্রটোকলের আওতায় খাদ্যপণ্যের প্রথম চালান যাচ্ছে ভারতে। এই চালানে যাচ্ছে প্রাণ গ্রুপ-এর ২৫ হাজার কার্টন লিচি ড্রিংক। নরসিংদীর পলাশে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে এ পণ্য রওনা হয়ে কলকাতা বন্দরের টিটি শেডে পৌঁছবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, পণ্যবোঝাই জাহাজটি নরসিংদীর শীতলক্ষ্যা থেকে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ হয়ে খুলনার শেখবাড়িয়া দিয়ে ভারতে প্রবেশ করবে এবং কলকাতার বন্দরে গিয়ে পৌঁছবে। ৭১০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাহাজটির গন্তব্যে পৌঁছতে ৮ দিন সময় লাগবে। সড়কপথের চেয়ে নৌপথে পণ্য পরিবহন খরচ ৩০ শতাংশ কম। সড়কপথে অনেক জায়গায় রাস্তা খারাপ হওয়ায় পণ্য নষ্ট কিংবা পণ্যের গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু নৌপথ এক্ষেত্রে নিরাপদ। 

প্রাণ গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ভারতে প্রাণ গ্রুপের রফতানি কার্যক্রম শুরু হয় ১৯৯৭ সালে। তখন পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় যায় প্রাণ চানাচুর। সেখান থেকে এখন ভারতের ২৮টি রাজ্যের প্রতিটিতেই প্রাণ পণ্য রফতানি হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, বাণিজ্যসচিব ড. মুহাম্মদ জাফর উদ্দিন, নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমরেড গোলাম সাদেক, এনডিপি।

Link copied!