পৃথিবীর কাছ দিয়ে যাবে বড় আকারের গ্রহাণু

বিজ্ঞান ডেস্ক

মার্চ ১২, ২০২১, ০৯:২১ পিএম

পৃথিবীর কাছ দিয়ে যাবে বড় আকারের গ্রহাণু

চলতি মাসেই পৃথিবীর খুব কাছে আসতে চলেছে বিশাল আরও এক গ্রহাণু (অ্যাস্টারয়েড)। যেটির ব্যাস প্রায় ৩ হাজার ফুট। গতি প্রতি ঘণ্টায় ৭৭ হাজার কিলোমিটার। ২১ মার্চ সেই গ্রহাণুটিই পৃথিবীর ২০ লাখ কিলোমিটারের মধ্যে চলে আসবে।

এর ফলে জ্যোতির্বিজ্ঞানীরা খুব কাছে থেকে গ্রহাণুটি পর্যবেক্ষণের বিরল সুযোগ পাবেন। আর মহাকাশ গবেষণার অনেক অজানা তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

বৃহস্পতিবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ তথ্য জানিয়েছে। নাসার বিজ্ঞানীরা বলেছেন, গ্রহাণুটির ব্যাস আনুমানিক ৩ হাজার ফুট, এটি ২০ বছর আগে আবিষ্কৃত হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহাণু নিয়ে ভয়ের কিছু নেই। ‘২০০১ এফও ৩২’ নামের গ্রহাণুটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এটি ২১ মার্চ নিরাপদ দূরত্বে থেকেই পৃথিবীকে অতিক্রম করবে।

নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ পরিচালক পাউল চোদাস ‘সুর্যকে পরিক্রমণরত ‘২০০১ এফও ৩২’ নামের গ্রহাণুটি কক্ষপথের নির্ভুল হিসেব আমাদের জানা আছে। গ্রহাণুটি পৃথিবী থেকে ১২ লাখ ৫০ হাজার মাইলের বেশি কাছাকাছি আসবে না।’

এই দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় ৫ দশমিক ২৫ গুণ, তবে এটি আরও কাছাকাছি এলে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

নাসা বলেছে, ‘২০০১ এফও ৩২’ গ্রহাণুটি পৃথিবী অতিক্রমের সময় প্রতি ঘন্টায় এর গতিবেগ হবে প্রায় ৭৭ হাজার মাইল। এই গতি পৃথিবীর দিকে আসা বেশিরভাগ গ্রহাণুর গতির চেয়ে বেশি।

 

Link copied!