প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলায় ৪১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩১, ২০২৩, ০৫:১৬ এএম

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলায় ৪১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন দেশের বিশিষ্ট ১১ নাগরিক। বৃহস্পতিবার  রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই উদ্বেগ জানান।

ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহম্মদ, সুশাসনের জন নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, লেখক ও কর্মী অধ্যাপক রেহনুমা আহমেদ প্রমুখ।

সাংবাদিক শামসকে আটক করাকে 'আইনের লঙ্ঘন' হিসেবে অভিহিত করে বিশিষ্ট নাগরিকরা বলেন, “এ ধরনের মামলা দায়ের এবং গ্রেপ্তার করা গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে।”

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানিয়ে বিবৃতিতে তারা বলেন, ” সাংবাদিকদের নির্যাতন এবং সরকারের ভিন্নমত ও সমালোচনাকে দমন করতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হচ্ছে।"

বিবৃতিতে বলা হয়, "দেশে ভয়ের সংস্কৃতি গড়ে উঠেছে। এর ফলে অনেকেই তাদের মনের কথা মুক্তভাবে বলতে পারছেন না।"

এতে আরও বলা হয়, ‘অচিরেই এ অবস্থার পরিবর্তন না হলে দেশের সাংবাদিকতা পেশার আদর্শ ও গৌরব হারিয়ে যাবে।

বিবৃতিতে অন্যান্য স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল লতিফ মাসুম, মানবাধিকার কর্মী নূর খান লিটন, সাবেক কূটনীতিক সাকিব আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, লেখক ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ এবং লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ।

Link copied!