বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনায় ১২ দেশের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩০, ২০২৩, ০৭:৩৮ পিএম

বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনায় ১২ দেশের উদ্বেগ

বাংলাদেশে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো, হয়রানি ও আটকসহ তাঁদের উপর সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশ উদ্বেগ জানিয়েছে। আজ বৃহস্পতিবার মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) বাংলাদেশের পক্ষে ওই ১২ দেশের ঢাকা মিশন এক বিবৃতিতে এ উদ্বেগ জানায়।

MFC 2

এমএফসির বিবৃতি বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (MFC)-এর নিম্নস্বাক্ষরকারী সদস্যদেশসমূহ সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে উদ্বিগ্ন। এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের নির্বাচনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের ওপর সহিংসতা, আল জাজিরার লন্ডনভিত্তিক সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবর। আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এর প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানাচ্ছি।’

বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হলো-অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

Link copied!