মজুদ না থাকায় বন্ধ হলো কোভিড টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২৩, ০৮:৪১ পিএম

মজুদ না থাকায় বন্ধ হলো কোভিড টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ

দেশে কোভিড টিকার ‘মজুদ না থাকায়’ তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে টিকা দেয়া শুরু করতে অন্তত দেড় মাস সময় লাগতে পারে।

বুধবার (১ মার্চ) থেকে এ টিকাদান কর্মসূচি স্থগিত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. আবদুল্লাহ আল মুরাদ।

তিনি বলেন, ‘টিকার মজুদ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা আসার পর ফের তৃতীয় ও চতুর্থ ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে।’

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। সংক্রমণ প্রতিরোধে পরের বছরের ফেব্রুয়ারিতে সারাদেশে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, মঙ্গলবার পর্যন্ত দেশে ১৫ কোটি ৬ লাখের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১৩ কোটি ৭১ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছে। সেইসঙ্গে ৬ কোটি ৭৩ লাখের বেশি তৃতীয় ডোজ এবং ৩ কোটি ১৪ লাখের বেশি চতুর্থ ডোজের টিকা দেওয়া হয়েছে।

Link copied!