মায়ের স্মৃতি রক্ষায় মূল কাঠামোসহ পুরো কবর স্থানান্তর!

ডেস্ক রিপোর্ট

জুন ১, ২০২১, ১২:০৬ এএম

মায়ের স্মৃতি রক্ষায় মূল কাঠামোসহ পুরো কবর স্থানান্তর!

মায়ের স্মৃতি রক্ষায় কবরের মূল কাঠামোসহ অন্যত্র সরিয়ে নিয়েছেন সন্তান মজিদ ফরাজী। ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার মঠবাড়ীয় উপজেলার ধানীসাফা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, ২০১৬ সালে মাকে হারান মজিদ ফরাজি। বাড়ির নিকটবর্তী ছোট খাল সংলগ্ন জমিতে দাফন করেন মাকে। সম্প্রতি ওই খালের পাড়ে উন্নয়ন প্রকল্প হাতে নেয় পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ।

ওই গ্রামের তানভীর হাফিজ নামে এক যুবক দ্য রিপোর্টকে বলেন, ‘পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্পের কারণে মায়ের কবর বিলীন হয়ে যাবে তা যেন কোনভাবেই মেনে নিতে পারেননি মজিদ। কেউ কেউ তাকে কঙ্কাল সরিয়ে নেওয়ার পরামর্শ দিলেও তিনি তাতে সায় দেননি। মজিদ মনে করেন, এতে মায়ের মর্যাদাহানি ঘটবে ও তার বিদেহী আত্মা কষ্ট পাবে।’

তানভীর হাফিজ আরও বলেন, ‘একারণে কবরের মূল কাঠামোসহ স্থানান্তরের চিন্তা করেন মজিদ। প্রতিবেশী ও অন্যান্যদের মধ্যে বিষয়টি উদ্ভট ও অসম্ভব মনে হলেও এই ভাবনায় অবিচল থাকেন মজিদ ফরাজী।’

স্থানীয় সূত্র জানায়, গত রমজান মাসে স্থানান্তরের কাজ শুরু করেন ৬২ বছর বয়সী মজিদ। কোদাল- খোন্তা নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে কবরের চারপাশ খুঁড়ে পুরো কবরটিকে তিনি মূল মাটি থেকে আলাদা করেন।

প্রায় তিন হাত চওড়া, পাঁচ হাত লম্বা ও তিন হাত গভীরতার এই কবর অক্ষত অবস্থায় স্থানান্তর মোটেও সহজ নয়। যন্ত্রনির্ভর এই যুগে মায়ের কবর স্থানান্তর করতে মজিদ ব্যবহার করেছেন মোটা সুতা, সুপারি গাছ ও কাঠ। অবেশেষে ৩৫ জন লোকের শ্রম ও ঘামে মূল কবর থেকে ১৫ হাত দূরে কবরটি স্থানান্তর করেন তিনি।

Link copied!