যুবলীগের সমাবেশে ঢাবি ছাত্রলীগের ৭ কর্মী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২২, ০৯:৫৭ পিএম

যুবলীগের সমাবেশে ঢাবি ছাত্রলীগের ৭ কর্মী আহত

যুবলীগের মহাসমাবেশে ব্যাপক মারধরের শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের ৭ জন কর্মী। হাত ভাঙ্গা, পা মচকানোসহ নানাভাবে আহত হন তাঁরা।

বাংলাদেশ যুবলীগের সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহনের জন্য আজ দুপুর ১টা ৩০ মিনিটে রাজু ভাস্কর্য সংলগ্ন গেইট দিয়ে প্রবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, মিছিল নিয়ে উদ্যানে ঢুকতে গেলে যুবলীগ কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। তখন যুবলীগের সমাবেশে থাকা বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে থাকা ইট দিয়ে কয়েকজনের মাথা থেঁতলে দেয়। সনজিত চন্দ্র দাস ও সাদ্দাম হোসেনের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরাও উত্তেজিত হয়ে পরে। দুই পক্ষের ধাক্কাধাক্কি ও ঢিল ছোড়ার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০জন শিক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে মাস্টারদা সূর্যসেন হলের অভি নামে এক শিক্ষার্থীর হাত ভেঙ্গেছে। মার্কেটিং বিভাগের তুষার হাসানের পা মচকে গেছে। এছাড়া ২০-২১ ও ২১-২২ সেশনের দুই শিক্ষার্থীর মাথা ফেটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে আহত হয়েছে স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনে সবুজ আলম। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে আহত হয়েছেন জাওয়াদ ও সোপান নামক দুই শিক্ষার্থী।

Link copied!