সাড়ে ১৬ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ মিলল ইংল্যান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৭:৪৮ পিএম

সাড়ে ১৬ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ মিলল ইংল্যান্ডে

ইংল্যান্ডের ইয়র্কশায়ারের উপকূলে সাড়ে ১৬ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ পেয়েছেন বিজ্ঞানীরা। জুরাসিক যুগের ওই পায়ের ছাপটির দৈর্ঘ্য প্রায় এক মিটার বা ৩ দশমিক ৩ ফুট। 

বিজ্ঞানীরা ধারণা করছেন, ডাইনোসরটি মাংসাশী ছিল। দানবীয় আকৃতির এই প্রাণিটি এখানে হয়তো বসে বিশ্রাম নিচ্ছিল কিংবা নিচের দিকে গভীরভাবে ঝুঁকে কিছু একটা করেছে। কারণ, মাটির অনেক গভীরে পায়ের চিহ্ন পাওয়া গেছে।

পায়ের ছাপটি সম্ভবত একটি থেরাপডের। যার প্রতিটি পায়ে তিনটি করে আঙ্গুল রয়েছে। সাধারণত যেমনটা থাকে ডাইনোসরের টাইরানোসরাস রেক্স প্রজাতির। পায়ের ছাপের আকার থেকে বোঝা যায় যে ডাইনোসরটির নিতম্ব সম্ভবত মাটি থেকে ৮ থেকে ৯ ফুট উঁচু ছিল।

বিষয়টি প্রকাশ করেছেন ড. ডিন লোম্যাক্স। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ডাইনোসরে পদচিহ্ন এবং ডাইনোসরের দাঁড়িয়ে থাকার এবং বসে বিশ্রাম করার কাল্পনিক ছবি শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে ড. ডিন লোম্যাক্স লিখেছেন, ‘ইয়র্কশায়ারে পাওয়া সবচেয়ে বড় থেরোপড (মাংসাশী ডাইনোসরের প্রজাতি) পদচিহ্ন এটি। শব্দের মাধ্যমে এই দৈত্যকার পদচিহ্নের বর্ণনা দিতে অক্ষম আমরা।’ 

এর আগে, ২০২১ সালের এপ্রিল মাসে প্রত্নতাত্ত্বিক মেরি উডস বার্নিসটন সাগর উপকূলে হাঁটার সময় পদচিহ্নটি আবিষ্কার করেন। পরে তিনি জীবাশ্মবিদ ড. ডিন লোম্যাক্সের কাছে যান বিষয়টি নিয়ে আরও গভীরভাবে জানতে। সম্প্রতি তাদের গবেষণার ফলাফল ইয়র্কশায়ার জিওলজিক্যাল সোসাইটির প্রসিডিংস জার্নালে প্রকাশিত হয়েছে। 

Link copied!