সুনামগঞ্জে ইঞ্জিন বিকল হয়ে নৌকায় ভাসছেন ঢাবির শিক্ষার্থীসহ শ খানেক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২২, ০৮:৪৩ এএম

সুনামগঞ্জে ইঞ্জিন বিকল হয়ে নৌকায় ভাসছেন ঢাবির শিক্ষার্থীসহ শ খানেক শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ খানেক শিক্ষার্থী সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় নৌযানে ভ্রমণে গিয়ে সুবিশাল জলরাশির মাঝে আটকা পড়েছেন। তাঁদের বহনকারী নৌযানটির দুটি ইঞ্জিন বিকল হয়ে গেছে। এমন পরিস্থিতিতে তাঁরা দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের কাছে উদ্ধারের আকুতি জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটকে পড়া শিক্ষার্থীদের সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার দুপুরে কপোতাক্ষ-অনির্বাণ ট্যুরিস্ট বোট নামের একটি নৌযানে করে সিলেটের উদ্দেশে পাঠানো হয়। রাত সাড়ে আটটার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে নৌযানটি পথেই অচল হয়ে পড়ে।

ওই বোটে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শোয়াইব আহমেদ মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর আড়াইটার দিকে বোটটি ছাড়ে। বোটটি আমাদের নিয়ে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে দোয়ারাবাজার এলাকায় এসে বোটটি থেমে যায়। এই সময়ের মধ্যে একটি দুর্ঘটনাও ঘটেছে। বোটের দুটি ইঞ্জিন ইতিমধ্যে বিকল হয়ে পড়েছে। চারদিকে শুধু পানি আর পানি, সাথে প্রচণ্ড ঢেউ। মাঝখানে আমরা আটকা পড়ে আছি। এখানে যে কোনো খারাপ কিছুই ঘটে যেতে পারে। আমাদের উদ্ধারে যত দ্রুত সম্ভব সেনাবাহিনীর তৎপরতা দরকার।’

আটকে পড়া ওই শিক্ষার্থীদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীও। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আবুল মনসুর আহাম্মদও শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনীর সাথে কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

Link copied!