সৌরজগতের পাঁচ গ্রহ এক সারিতে মিলে তৈরি করলো নয়নাভিরাম দৃশ্য!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৩, ০৮:২৭ এএম

সৌরজগতের পাঁচ গ্রহ এক সারিতে মিলে তৈরি করলো নয়নাভিরাম দৃশ্য!

মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও ইউরেনাস এবং পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ একই সরলরেখায় এসে মিলে গেল গত সোমবার। এদিন পৃথিবীজুড়ে রাতের আকাশে কোথাও কোথাও খালি চোখে দেখা গেছে এই বিরল দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানীরা এই ঘটনাকে বলেন প্ল্যানেটরি প্যারেড বা ‘গ্রহপুঞ্জের কুচকাওয়াজ’।

ওই দিন সন্ধ্যার পরই পশ্চিমের অনেক দেশের আকাশে এ দৃশ্য দেখা গেছে। সন্ধ্যার পরপরই খালি চোখে এ দৃশ্য দেখা যাওয়ার কারণ বুধ ও বৃহস্পতি দ্রুত দিগন্তে মিলিয়ে যায়। কয়েকটি গ্রহের এভাবে একটি সরলরেখায় আসার দৃশ্য গত গ্রীষ্মেও দেখা গিয়েছিল। সেবার মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রের সাথে দেখা যায় শনি গ্রহকেও। 

আলো ছিল কম ও আকাশ দেখতে কোনো বাধা ছিল না এমন জায়গাগুলো থেকে সোমবার সরলরেখায় ওই পাঁচটি গ্রহ ও একটি উপগ্রহ সবচেয়ে ভালো দেখা গেছে। আকাশ পরিষ্কার থাকার কারণে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের উত্তরাঞ্চলে এবং স্কটল্যান্ডের বিভিন্ন দ্বীপে এ দৃশ্য ভালো দেখা গেছে।

অ্যাস্ট্রোনোমার রয়্যাল ফর স্কটল্যান্ডের অধ্যাপক ক্যাথেরিন হেমানস এদিন স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার পোর্টোবেলে সমুদ্রসৈকতে রাতের আকাশ দেখেছেন। তিনি বলেন, রাতের আকাশে এমন দৃশ্য ছিল সত্যিই চমকপ্রদ।

র‌য়্যাল অবজারভেটরি গ্রিনউইচের জ্যোতির্বিদ জ্যাক ফস্টার বলেন, পৃথিবীর দৃষ্টিকোণ থেকে পাঁচ গ্রহের এভাবে এক সরলরেখায় আসা ছিল বিশেষ একটি ঘটনা। সাধারণত গ্রহগুলো এক রেখায় থাকে না, সৌরজগতে ছড়িয়ে থাকে। অনেক দিন পরপর গ্রহগুলো কাছাকাছি এলে আমরা এক সরলরেখায় তাদের দেখতে পাই।

ইউরোপে সবচেয়ে গভীর কালো আকাশ দেখা যায় যুক্তরাজ্যের নর্থ ওয়েলসের অ্যাঙ্গলেসি দ্বীপ থেকে। সেখানকার লিন উপদ্বীপের ইনিস এনলি (বার্ডসে দ্বীপ) ইউরোপের প্রথম স্থান হিসেবে আন্তর্জাতিক ‘ডার্ক স্কাই স্যাঙ্কচুয়ারির’ স্বীকৃতি পেয়েছে। অ্যাঙ্গলেসিতে নর্থ ওয়েলসের ‘ডার্ক স্কাই’বিষয়ক কর্মকর্তা ড্যানি রবার্টসন। ড্যানি বলেন, কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও সোমবার রাতের আকাশ ছিল চোখের জন্য প্রশান্তিদায়ক। আমি বাড়ির উঠোন থেকেই দারুণ একটা বাঁকা চাঁদ দেখেছি। চাঁদের ঠিক ওপরে লাল আভা দেওয়া মঙ্গলগ্রহ দেখলাম। সেখান থেকে খানিকটা নিচের দিকে জ্বলজ্বল করছিল শুক্র। আকাশ স্বচ্ছ থাকলে সব দেখতে পেতাম।

বিবিসি

Link copied!