হজের কথা বলে টাকা নিয়ে যুক্তরাষ্ট্রে পালাতে গিয়ে ধরা পড়ল প্রতারক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৭, ২০২৩, ১০:৪৬ পিএম

হজের কথা বলে টাকা নিয়ে যুক্তরাষ্ট্রে পালাতে গিয়ে ধরা পড়ল প্রতারক

নিজের এলাকার হজ এজেন্সির মালিক পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে হজের জন্য লাখ লাখ টাকা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পালানোর সময় বিমানবন্দর থেকে এক প্রতারককে আটক করা হয়েছে। সোমবার বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশের সহায়তায় রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে ওয়ারী থানা পুলিশ।  

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতারকের নাম শামসুদ্দিন শামীম। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দৌলতপুর গ্রামের বেপারি বাড়ির শহীদুল্লাহর ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ওয়ারী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সরকার অনুমোদিত হজ্ব এজেন্সি রোজিনা এয়ার ট্রাভেলসসহ একাধিক হজ এজেন্সির মালিক পরিচয়ে  চাটখিল এলাকার হজে যেতে ইচ্ছুক ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েও হজে পাঠাতে না পারায় ভুক্তভোগীরা তার কাছে টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করায় ভুক্তভোগীদের একজন তার বিরুদ্ধে নোয়াখালী থানায় মামলা করেন। ওয়ারী থানায়ও একটি মামলা রয়েছে।

মামলায় গ্রেপ্তার হওয়া থেকে বাঁচতে সোমবার (৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে পালানোর চেষ্টা  করে। তবে বিষয়টি ওয়ারী থানা পুলিশ জানতে পেরে  ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায়  তাকে আটক করা হয়।

ওযারী থানা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কানন নামের এক ভুক্তভোগীর  পরিবারের সদস্যদেরকে হজে পাঠানোর কথা বলে ১৪ লাখ টাকা নেয় শামীম।  কিন্তু তিনি হজে না পাঠিয়ে এই টাকা আত্মসাৎ করে ফেলেন।

Link copied!