হবিগঞ্জে নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্রের খোঁজ মেলেনি ১০ দিনেও

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২২, ০১:১৭ এএম

হবিগঞ্জে নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্রের খোঁজ মেলেনি ১০ দিনেও

হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি জাকারিয়া মিয়া (১৩), আব্দুল ওয়াহিদ (১৪) ও রাহিম উদ্দিন (১৪) নামের তিন মাদ্রাসা ছাত্রের। এতে দিশেহারা এখন নিখোঁজ ওই তিন ছাত্রের পরিবারের লোকজন।

গত ১৯ সেপ্টেম্বর দুপুর থেকে ওই তিন ছাত্র নিখোঁজ হয়। তাঁরা প্রত্যেকেই বাহুবল উপজেলার জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার ছাত্র। নিখোঁজের তিন দিন পর থেকেই তাঁদের সন্ধান চেয়ে বাহুবল মডেল থানায় আলাদা তিনটি সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, গত ১৯শে সেপ্টেম্বর আলাদা আলাদা সময়ে উপজেলার উত্তরসুর গ্রামের হাফেজ আব্দুস শহিদের পুত্র জাকারিয়া মিয়া (১৩), নিজগাঁও গ্রামের পাকু মিয়ার পুত্র আব্দুল ওয়াহিদ (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের মৃত ফিরোজ আলীর পুত্র রাহিম উদ্দিন (১৪) মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। ঘটনার পরপরই মাদ্রাসার শিক্ষক নিখোঁজ তিন ছাত্রের অভিভাবকদের বিষয়টি জানান। তাৎক্ষণিক জাকারিয়া, ওয়াহিদ ও রাহিমের অভিভাবকরা তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাননি।

পরে ২২ সেপ্টেম্বর নিখোঁজ জাকারিয়ার বাবা হাফেজ আব্দুস শহিদ, ওয়াহিদের বাবা পাকু মিয়া ও রাহিম উদ্দিনের বড় ভাই সাইদ আহমদ বাদী হয়ে বাহুবল মডেল থানায় পৃথক জিডি করেন।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, তিন মাদ্রাসা ছাত্রের নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করতে সকল ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি।

Link copied!