ঢাবি শিক্ষার্থী হাফিজের মৃত্যুতে জনসচেতনামূলক "মিউজিকাল ফিল্ম"

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩১, ২০২১, ০৫:৪১ পিএম

ঢাবি শিক্ষার্থী হাফিজের মৃত্যুতে জনসচেতনামূলক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ মূকাভিনয় শিল্পী হাফিজুর রহমানের মৃত্যুকে কেন্দ্র করে মিউজিকাল ফিল্ম নির্মাণ করছেন নৃত্যশিল্পী উম্মে হাবিবা এবং তার বন্ধুরা। উম্মে হাবিবার সাথে সহঅভিনয় শিল্পী হিসেবে কাজ করছেন গোপী দেবনাথ,শোভন দাস,সানোয়ারুল হক সনি, শাকিল বোরহান প্রিন্স, আশফাক অনিক এবং ডিওপি হিসেবে কাজ করছেন খাইরুল হাবিব মুকিন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘জয় হোক’ গানটি সম্প্রতি অর্ণবের সংগীত আয়োজনে কভার করেছেন শিল্পী সুষ্মিতা আনিস। এই গানটিকে প্রতিপাদ্য রেখে মানবিক অবক্ষয়ের বিপরীতে জনসচেতনামূলক মানবিক বার্তা দিতে এই  শৈল্পিক উদ্যোগ। 

মানুষকে সহযোগিতায় এগিয়া আসার তাগিদ

নিখোঁজের ৮দিন পরে মর্গে হাফিজের লাশ শনাক্ত হওয়ার পর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। তাতে দেখা যায় থ্রি-কোয়ার্টার পরা গলাকাটা সারাগায়ে রক্তমাখা হাফিজকে রিক্সায় তুলে দিচ্ছেন তিনজন পুলিশ। মিউজিকাল ফিল্ম নির্মাণকারী শিল্পীরা ধারণা করছেন দায়িত্ব নিয়ে সময়মতো হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারলে হয়তো বাচানো যেতো হাফিজকে।

নাম-পরিচহীন অজ্ঞাতনামা যে কেউ যখন এতোটা অপ্রকৃতস্থ হয়ে যান তখন মানুষের বিবেকবোধ নিয়ে সহায়তায় এগিয়ে আসার তাগিদ যেন তৈরি হয় এই বার্তা দিতে মিউজিকাল ফিল্মটি নির্মাণ করছেন তরুণ শিল্পীরা। 

সাংস্কৃতিক মূল্যবোধ জাগানোর চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী উম্মা হাবিবা হাফিজের সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইম অ্যাকশন সংগঠনে মূকাভিনয় চর্চা করতেন। উম্মে হাবিবা দ্য রিপোর্টকে জানান, আমরা কয়েকজন মিলে হাফিজের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সচেতনতামূলক এই ফিল্মটি তৈরি করছি। বিশেষ করে ফেসবুকে ২৪ সেকেন্ডের যে ভিডিওটি আমরা দেখেছি সেখানে দেখা যাচ্ছে সারাগায়ে রক্তমাখা একটা যুবকের সহায়তায় কেউ দায়িত্ব নিয়ে এগিয়ে আসেনি। একটা টি-শার্ট কিংবা লোগো মানুষের পরিচয়ের মানদন্ড হতে পারে না। হাফিজ ভাই যেহেতু মূকাভিনয় চর্চা করতেন তাই সাংস্কৃতিকভাবে মানবিক মূল্যবোধ জাগাতে আমাদের এই প্রচেষ্টা। অল্প কিছুদিনের মধ্যেই আমরা এই ফিল্মটি প্রকাশ করবো। আশা রাখি আমাদের চারপাশের মানবিক অবক্ষয়ের বিপরীতে মানসিক স্বাস্থ্যের গুরুত্বারোপে এই ক্ষুদ্র প্রচেষ্টাটি ভূমিকা রাখবে। 

Hafiz 2-1

সচেতনতা বৃদ্ধিতে এই শর্ট ফিল্ম

মাইম অ্যাকশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ারুল হক সনি এই স্বল্পদৈর্ঘ্য ফিল্ম নির্মার্ণের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি বলেন, "ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনে মীর লোকমানের পর সবচেয়ে বেশি পরিবেশনায় যারা অংশ নিয়েছে তাদের মধ্যে হাফিজ অন্যতম। তার এই অস্বাভাবিক মৃত্যুতে আমরা শোকাহত ও মর্মাহত। তার এই মৃত্যু থেকে যাতে আমরা শিক্ষা নেই ও সচেতন হই এজন্যই এই পরিবেশনা। আমরা চাই  আর কোন হাফিজুরকে যেন এভাবে চলে যেতে না হয়।" 

থিয়েটার কর্মী শোভন দাস জানান, ব্যক্তিগতভাবে সামাজিক সচেতনতার জায়গা থেকে আমি কাজটার সাথে সম্পৃক্ত হয়েছি। কারণ আমি মনে করি না যে, যেসব বৈষম্য আমরা সমাজে সচারাচর দেখি সেটা একজন মানুষের থাকা উচিৎ। হাফিজের মৃত্যুর ঘটনার পর আরেকবার মনে হয়েছে যে আমাদের ভেতর মানবিকতার ছিঁটেফোঁটাও নেই। কাজী নজরুলের জয়ো হোক গানটির মাঝে যেরকম মানবিকতার বোধ চিত্রায়িত হয়েছে সেই বোধ আমাদের ভেতর জাগ্রত হোক। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমান গত ১৫ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ২৩ তারিখ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। হাফিজ ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন'র (DUMA) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছিলেন। সম্প্রতি ঘটা এ ঘটনায় জনমানুষের মনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তদন্ত করে ভয়াবহ এলএসডি মাদকের সন্ধান পায় পুলিশের গোয়েন্দা বিভাগ।

Link copied!