৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল না হলে হাইকোর্টে রিট সোমবার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৮, ২০২১, ০৮:১৭ পিএম

৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল না হলে হাইকোর্টে রিট সোমবার

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের পরীক্ষাটি বাতিল করা না হলে আগামী সপ্তাহের সোমবার হাইকোর্টে রিট করবেন বলে জানিয়েছেন নিয়োগপ্রার্থীরা। রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাঙ্কের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দ্য রিপোর্ট ডট লাইভকে শরিফুল ইসলাম নামে এক চাকরিপ্রার্থী এ কথা জানান।

বিক্ষোভের ভিডিও দেখুন

শরিফুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ‘পাঁচ ব্যাংকের সমন্বিত এ নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র ফাঁস হওয়ার ব্যাপারটি একদম স্পষ্ট। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আবিপ্রবি) তত্ত্বাবধানে যতগুলো নিয়োগ পরীক্ষা হয়েছে সবগুলোতে এ ধরণের দুর্নীতি হয়েছে’।

তিনি বলেন, ‘আবিপ্রবি'র তত্ত্বাবধানে পরীক্ষা হলে এমনকি পরিদর্শকরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যান। বাংলাদেশ ব্যাঙ্কের প্রতি আহ্বান, তারা যেন সঠিক তদন্তের মাধ্যমে এ দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করে’।

শনিবার (৬ নভেম্বর) ৫ ব্যাঙ্কের সমন্বিত প্রিলি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরিপ্রার্থীদের বিভিন্ন গ্রুপে পরীক্ষার প্রিন্টেড উত্তর সম্বলিত একটি ছবি ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই উত্তরপত্রটি ফাঁস হয়ে গিয়েছে।

দ্য রিপোর্ট ডট লাইভের সঙ্গে আলাপকালে পরবর্তী সময়ে বিভিন্ন চাকরিপ্রার্থী এ বিষয়ে তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আবিপ্রবিকে দুর্নীতির অভিযোগে মাঝখানে বেশ কয়েক বছর নিয়োগ পরীক্ষার তত্ত্বাবধানে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। এ ধরণের একটি প্রতিষ্ঠানকে আবারও পরীক্ষার তত্ত্বাবধানের দায়িত্বে রাখা হতাশাজনক।

এদিকে, বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র মো. সিরাজুল ইসলামকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি পরীক্ষার উত্তরপত্র ফাস হওয়ার সম্ভাবনাকে গুজব বলে নাকচ করে বলেন, ‘যেহেতু বাংলাদেশ ব্যাঙ্ক মনে করছে এ ধরণের ঘটনা বা পরীক্ষাকেন্দ্রে অনিয়ম হওয়ার সুযোগ নেই, সেহেতু বাংলাদেশ ব্যাঙ্ক এ বিষয়ে কোন পদক্ষেপ নেবে না’।

Link copied!